রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে মোদীসহ অন‍্যান‍্যরা

শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে মোদীসহ অন‍্যান‍্যরা

 

 

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকালে নয়াদিল্লির মোতীলাল নেহেরু মার্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও মনমোহনের বাড়িতে পৌঁছেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা। রাজনৈতিক দুরত্ব ভুলে শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হচ্ছেন এবং বিরোধী দলের নেতারা। কংগ্রেস সূত্রে প্রকাশ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত‍্য হবে শনিবার (২৮ ডিসেম্বর) মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকালে তাঁর বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও অনেক বিজেপি নেতা তাঁর বাড়িতে পৌঁছেছেন। গিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। পরে পৌঁছেন রাহুল গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ৭দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থ সারথি দেশের সকল মুখ‍্য সচিব এবং অন‍্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) থেকে বুধবার (১ জানুয়ারি ) পর্যন্ত দেশে” জাতীয় শোক” চলবে। ৯২ বছর বয়সি মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর )। তাঁকে রাত ৮টায় দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শেষনিঃশ্বাস ত‍্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn