বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি ? সংসদে উত্তর দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি ? সংসদে উত্তর দিলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে নয়াদিল্লি ? ইতিমধ্যে হাসিনার প্রত‍্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। ভারতকে সে বিষয়ে চিঠি ও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি জানিয়েছেন, এখনও বাংলাদেশকে এ বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি। রাজ‍্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিট্টাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মোট ৩টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ১/ বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত‍্যর্পণ চেয়েছে ? ২/ যদি তাই হয়, তবে প্রত‍্যর্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে ঢাকা ? ৩/ ভারত সরকার এ সম্পর্কে কি জবাব দিয়েছে ঢাকাকে.? কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এই প্রশ্নের জবাবে বলেন, ” বাংলাদেশ হাসিনার প্রত‍্যর্পণ দাবি করেছে। ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংগঠিত হয়েছে, তার ভিত্তিতে এই প্রত‍্যর্পণ দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে কোনও জবাব এখনও পাঠানো হয়নি।” হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কুটনৈতিক চিঠি, পাঠিয়েছিল বাংলাদেশের অন্তবর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিল তাঁরা। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, হাসিনার প্রত‍্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তাঁরা পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনও মন্তব‍্য এখনই করা যাবে না। বিদেশ মন্ত্রক সূত্রে প্রকাশ, আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনও দেশের অন্তবর্তী সরকার অন‍্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনও রাজনৈতিক নেতার প্রত‍্যর্পণ চাইলে, আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে। কিন্তু এ বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রক।  হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ‍্যে সম্পর্কের আবার অবনতি হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn