রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

শীতের প্রথম একসাথে তিনটে বাঘের দর্শন পর্যটকদের সুন্দরবনের বনি ক্যাম্পে

শীতের প্রথম একসাথে তিনটে বাঘের দর্শন পর্যটকদের সুন্দরবনের বনি ক্যাম্পে

 

শীতের শুরুতেই বাঘের দর্শন সুন্দরবনে।খুশি পর্যটকেরা।হাল্কা শীতের আমেজ গায়ে মেখে বাচ্চাদের নিয়ে সুন্দরবনে ঘুরছে বাঘিনী।সুন্দরবনের বন দফতরের রায়দীঘি রেঞ্চের বনি ক্যাম্পে সেই ছবি ক্যামেরাবন্দি হলো রবিবার পর্যটকদের হাতে।কখনও নদীর পাড়ে শুয়ে,কখনও আবার ঝোপে লুকিয়ে,কখনও আবার নদীর জলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে বাঘ। নভেম্বরের শেষ সপ্তাহে এ ভাবে দক্ষিণ রায়ের দেখা পেয়ে খুশিতে আত্মোহারা পর্যটকরা।রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন প্রতি বছর শীতে হয়।আর তারই টানেই প্রতি বছর প্রচুর পর্যটক আসেনএখানে। এর আগেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে।কখনও বনি ক্যাম্পের কাছে নদীর ধারে, কখনও আবার ঝোপের আড়ালে দেখা গিয়েছে তাদের।
প্রত্যক্ষদর্শী পর্যটকেরা জানালেন, ঝোপের আড়াল থেকে তাকিয়ে রয়েছে দক্ষিণরায়।আর তাঁর দর্শনে আমরা মনোমুগ্ধ।এই শীতের মরশুম জুড়েই বাঘের দেখা মেলে সুন্দরবনে।এ বারও সেই টানে নভেম্বরের ১ ম সপ্তাহ থেকেই সুন্দরবন মুখী পর্যটকরা।ভারত তথা এশিয়ার বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল এই সুন্দরবন। বর্ষা হোক বা শীত,প্রতি বছরই এই জঙ্গলে বাঘকে দেখতে হাজার হাজার পর্যটক আসেন। তবে বর্ষায় সুন্দরবন এক রকম সুন্দর,আর শীতের সৌন্দর্য আলাদা। গত কয়েক বছরে সুন্দরবনকে সাজিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব ,গেস্ট হাউজ় তৈরি করা হয়েছে।প্রায়ই নানা প্যাকেজেরও ব্যবস্থা করে ট্যুর এজেন্সিগুলি।প্রতি বছরই এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে।আর পর্যটকদের আনাগোনা বাড়লে স্থানীয় মানুষদেরও উপার্জন ভালো হয়। তাই তিনমাস তাঁরা অপেক্ষায় থাকে। আর দক্ষিন রায় তাদের সে আশা পূরণ করার কাজ শুরু করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn