শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠানে সুর-তালের মূর্ছনায় মুগ্ধ শ্রোতা দর্শক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকীতে “বাগীশ্বরী সংগীতালয়” আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী রিষু তালুকদার এর একক সংগীতানুষ্ঠান ‘ সৃজন ছন্দে আনন্দে ‘ গত ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা, সমবেত সংগীত, একক সংগীত, দলীয় নৃত্য ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগীশ্বরী সংগীতালয় এর সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এ. এফ. ইমাম আলি, আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ জয়ন্তী লালা, বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী রিয়াজ ওয়ায়েজ। বাচিক শিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরীর নজরুল জয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন। আহবায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, ব্যাংকার উৎপল চক্রবর্তী, শিক্ষক পলাশ দে ও শিক্ষক সমীরণ সেন প্রমুখ। একক সংগীত পরিবেশনের শুরুতেই ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা। নজরুল গীতির সুর তুললেন ‘অঞ্জলি লহ মোর’ সঙ্গে দলীয় নাচের নান্দনিকতায় প্রথম গানে মুগ্ধ করলেন সবাইকে। করতালি দিয়ে শিল্পীকে অভিনন্দন জানালেন দর্শক-শ্রোতারা। এরপরে গাইলেন ‘ আমি গহন গহণে’। সঙ্গে সঙ্গে হলভর্তি দর্শক-শ্রোতাদের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে আসে। এরপর একে একে গেয়ে শোনান নজরুলের বিখ্যাত গান ‘দোলে ঝুলন দোলায়’, ‘সৃজন ছন্দে আনন্দে ‘, ‘দোলা লাগিল দখিনায়’, ‘ গগণে কৃষ্ণ মেঘ দোলে’ সহ আঠারো টি গান গাইলেন। বাগীশ্বরী সংগীতালয়ের ছাত্র-ছাত্রীরা গাইলেন ‘ যায় ঝিলমিল ঝিলমিল ‘, ‘সুন্দর অতিথি এসো এসো’ সমবেত সংগীতে মুগ্ধ দর্শকরা। শিল্পী রিষু তালুকদারের একক সংগীতে দলীয় নৃত্য পরিবেশনায় ছিলেন হৃদিতা দাশ, জয়িতা দত্ত, ঐশী দাশ, বর্ণী চৌধুরী ও রাত্রি ধর। সমগ্র যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় শিবু চৌধুরী, পলাশ দে ও অমর্ত্য চক্রবর্তী, কি-বোর্ডে সৃজন রায়, বেহালায় শ্যামল চন্দ্র দাশ ও অক্টোপ্যাডে এস এম রুবায়েত। সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেন- ডা. সৌমিত্র দাশ, ঝুমুর খাস্তগীর, রিমন সাহা, অনিতা ঘোষ, চুমকি সেন, বৃষ্টি ঘোষ, অংকিতা সেন, অদ্রি সেন, সৌমি চক্রবর্ত্তী, স্নিগ্ধা দে, বর্ষা দেবী রায়, নয়ন গুহ, তৃষ্ণা দাশ, মম দাশ, ঐশী মহাজন, প্রিয়া ধর, প্রিয়ন্তী দাশগুপ্তা, কাঞ্চন দাশ, সৌমিক দাশ, অনিরুদ্ধ দাশ, রক্তিম ধর, পাপিয়া চক্রবর্ত্তী, অর্পিতা দাশ আনিকা, ভক্তিদুর্লভ, প্রিয়তোষ নাথ, নিধি রুদ্র, পারমিতা চন্দ, পুনম দাশ, কোমল ধর, সৌরি বড়ুয়া, নন্দিতা ধর, তীর্থ শীল, ঋত্বিক পালিত, দেবপ্রিয় ধর, তীর্থ বনিক, সুদীপ্ত দাশ, সুমিত্র দাশ, অদ্রিতা চৌধুরী, দেবশ্রী চৌধুরী, মনিষা দত্ত, পূর্ণা দাশ, নিখিতা বিশ্বাংগ্রী, অন্বেষা দাশ, আয়ুষ ধর, শ্রেষ্ঠ দে, বর্ণ সাহা, পূর্ণা নন্দী, অর্পন দাশ, বিদিক্তা সরকার, বর্ষা দেবী জয়া, নয়ন গুহ, আরাধ্যা বিশ্বাংগ্রী, অহনিশ সাহা, রিজন দাশ, সৌর্যদীপ্ত পালিত, পারমিতা চৌধুরী, স্বস্তিকা মজুমদার, ঋত্বিক বড়ুয়া, রাজদীপ দাশ, দীপান্বিতা চক্রবর্ত্তী, পূর্ণতা দুর্লভ, ঐশী বিশ্বাস, স্পর্শ সাহা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn