
শিলিগুড়িতে স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (১৭ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়ায়। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ গুপ্তা। তিনি এদিন রাতে মাটিগাড়া থানায় আত্মসমর্পণ করেছেন। ওই ব্যক্তির প্রথম পক্ষে স্ত্রী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, রাজেশের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঋতু গুপ্তা। ঋতু ও দ্বিতীয়বার ঘর বেঁধে ছিলেন রাজেশের সঙ্গে। তাঁরা ২ জনে থাকতেন রানানগরে। ওই ব্যক্তির প্রথম পক্ষের স্ত্রী ২ সন্তান নিয়ে থাকতেন মাটিগাড়ার তুম্বাজোতে। আর ঋতুর প্রথম পক্ষের ২ সন্তান রেলগেট এলাকায় তাঁর বাবার বাড়িতে থাকে। ঋতুকে বিয়ে করলেও প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল রাজেশের। এনিয়ে প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হত। ঋতুকে মারধর ও করা হত বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, সোমবার (১৭ মার্চ) রাতে রাজেশ ঋতুর মাকে ফোন করে জানান, তিনি ঋতুকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে এসেছেন। এ খবর পেয়ে বধূর বারার বাড়ির লোকেরা সেখানে গিয়ে দেখেন, ঋতুর মৃত্যু হয়েছে। তাঁকে কোপানো হয়েছে। পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে কুপিয়ে খুন করা হয়েছে। এদিকে, এদিন রাতেই মাটিগাড়া থানায় আত্মসমর্পণ করেছেন রাজেশ। তাঁর প্রথম পক্ষে স্ত্রী ২ সন্তানকে নিয়ে পলাতক। কেন ঋতুকে কুপিয়ে খুন করা হল, কোথায় তাঁকে এভাবে মারা হল, সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতকে জেরা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।