শিলিগুড়িতে বন্ধ ঘরে উদ্ধার মা- ছেলের মৃতদেহ, হাসপাতালে বাবা ও মেয়ে !
বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ছেলের মৃতদেহ। অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে। জানা যায়, মৃতদের নাম তিথি দাস (৩৮) ও তেজাস দাস (৮)। তাঁরা সম্পর্কে মা ও ছেলে। আশঙ্কাজনক অবস্থায় মাটিগাড়ার এক নার্সিং হোমে চিকিৎসাধীন তিথি দেবীর মেয়ে তেজল দাস (১৮)। এদিকে, গোটা ঘটনার খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নার্সিং হোমে ভর্তি স্বামী সুজিত দাস। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ঘরে আগুন জ্বালিয়ে তাপ দিতে গিয়ে শ্বাসকষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ।
Post Views: ৫৩