
শিলিগুড়িতে পুজোর নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে ভাগ্নিকে ধর্ষণ ! মামা গ্রেফতার
নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন গুণধর মামা। অভিযুক্তের নাম বাপ্পাদিত্য সিকদার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা হলেও থাকেতেন শিলিগুড়ির শিবমন্দির এলাকায় এক ভাড়া বাড়িতে। অভিযোগ দায়ের পরেই সোমবার (১২ মে) শিলিগুড়ি মহিলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে প্রকাশ, সাহুজঙ্গী এলাকার এক নাবালিকার সঙ্গে দেশবন্ধু পাড়ায় পরিচয় হয় বাপ্পাদিত্যের। পরবর্তীতে তাদের মধ্যে মামা- ভাগ্নির সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগে চলতি মাসের ৯ তারিখ অভিযুক্ত ওই নাবালিকাকে তার বাড়িতে পুজোয় নিমন্ত্রিত করেন। সময় মতো ওই নাবালিকা মামার বাড়িতে হাজির হয়। সেখানে গিয়ে সে দেখে বাড়িতে পুজোর কোনও আয়োজন নেই, বাড়ি সম্পূর্ণ ফাঁকা। সেই সুযোগে বাপ্পাদিত্য নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার পরে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায় ওই নাবালিকা। এরপর শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। অপরদিকে তদন্তে নেমে অভিযুক্তের পরিচিতদের জিজ্ঞাসা করছে পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।