
শিলিগুড়িতে ঝগড়ার মাঝে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী
মদ্যপ অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার ফাঁসিদেওয়া এলাকায়। মৃত ওই মহিলার নাম মাস্তি টোপ্পো। পুলিশ অভিযুক্ত অজিত টোপ্পোকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে প্রকাশ, ওই দম্পতির বাড়ি ফাঁসিদেওয়ার কদুভিটা এলাকায়। দীর্ঘদিন বিয়ে হয়েছিল তাদের। দম্পতির একটি ছেলেও আছে। নিয়মিত মদ্যপানের অভ্যাস ওই ব্যক্তির। স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, এমন সন্দেহ করতেন বলেও অভিযোগ। মদ্যপান ও সন্দেহ হওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত বলে খবর। রবিবার (১ জুন) রাতে মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন অজিত। রাতে ফের স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র অশান্তি। সেসময় ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপ দেন অজিত। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাস্তি। অশান্তি শুনে প্রতিবেশীরা দেখতে পান ওই ভয়ংকর ঘটনা। দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। ফাঁসিদেওয়া থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছে মদ্যপ অজিতকে গ্রেফতার করে। পুলিশের কাছে স্ত্রীকে খুন কথা অভিযুক্ত স্বীকার করেছেন বলেই খবর। ফরেনসিক দল রাতেই ওই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে। খুনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে। দম্পতির ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার (২ জুন) ধৃতকে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।