রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

শিলিগুড়িতে ইউনুস বিরোধী পোস্টার

শিলিগুড়িতে ইউনুস বিরোধী পোস্টার

 

ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে ইউনুস বিরোধী এক পোস্টার সবর্ত্রই। বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতনের রেশ আছড়ে পড়েছে বাংলাতেও। বিশেষত সীমান্তের জেলাগুলিতে ইতিমধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। নিপীড়ত সংখ‍্যালঘুরা এপাড়ে প্রবেশের চেষ্টা করছেন। ইসকন ভক্তরাও প্রাণে ভয়ে এপারে ঢুকতে চাইছেন। এই পরিস্থিতিতৈ শিলিগুড়িতে নানাভাবে প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) শিলিগুড়ি শহরে চোখে পড়ল ইউনুস বিরোধী পোস্টার। তাতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাদা কালো ছবিতে লেখা, ” এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন।” এসব পোস্টার থেকে স্পষ্ট, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পদতলে ভারতের জাতীয় পতাকা অবমাননার বদলা নেওয়া হল। এর আগেও শিলিগুড়ির এক চিকিৎসক এই ইস‍্যুতে বাংলাদেশিদের শিক্ষা দিতে রীতিমতো ফতোয়া জারি করেছিলেন। তাঁর শর্ত ছিল, চিকিৎসার জন‍্য আগে জাতীয় পতাকা প্রণাম করে তারপরই তাঁর চেম্বারে ঢুকতে হবে। তেরেঙ্গা প্রণাম না করলে মিলবেনা চিকিৎসা। আসলে জাতীয় পতাকা অবমাননার বিষয়টি এতটাই স্পর্শকাতর যে এর প্রতিবাদে হাজারো ছবি এখন সামনে আসছে। ইউনুস বিরোধী পোস্টার তেমনই এক ঘটনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn