
শিবপুরে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সভা
নরসিংদী শিবপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ২য় পেইজের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ইং মে) বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুর রহমান তাপস,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নঈম জাহাঙ্গীর,উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার ও, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, প্রান্তিক পেশাজীবিরা এসময় উপস্থিত ছিলেন। আলেচনা সভায় অতিথিরা বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, তারা সমাজ উন্নয়নের মূল ধারায় যুক্ত নয়। আমরা তাদের মেধার সঠিক প্রয়োগ করতে পারছি না। প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করতে হবে। সেমিনারে উপ-পরিচালক মাহমুদুর রহমান তাপস বলেন, সমাজসেবা অধিদপ্তরে আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবি নারী পুরুষের জন্য ১০ টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষন ও আর্থিক সহযোগিতা প্রদান। প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করা হবে।