শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের হাত ধরে শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জনে গড়ে ওঠবে বাংলাদেশ: কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

শিক্ষার্থীদের হাত ধরে শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জনে গড়ে ওঠবে বাংলাদেশ: কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃশামসুল ইসলাম বলেছেন, কমবেশি সব মানুষই খেলাধুলা জানে। কিন্তু সবাই দক্ষতা অর্জন করতে পারেনা। জীবনে সামনে এগুতে চাইলে সময় ও নিয়মাবর্তিতার মধ্যে জীবনের চাকা ঘুরাতে হবে এবং খেলাধুলাসহ স্ব স্ব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে দক্ষতা অর্জনের বিকল্প কিছুই নেই। দক্ষতা অর্জন করতে পারলেই নিজের পরিবার ও দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেনটেটিভ করতে পারবে। আমি বলবো আজকের শিক্ষার্থীদের হাত ধরে শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জনে গড়ে ওঠবে বাংলাদেশ।

শনিবার (১৭ মে) কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এ প্রতিযোগিতার আয়োজন করে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা সাঈম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মাদ সাদেকুর ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।
অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু। একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডের অধীন ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একক, দ্বৈত ও দলগতভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn