শাহ এমদাদীয়া সাংগঠনিক সভা অনুষ্ঠিত
৩১ শে ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ ইংরেজি শাহ এমদাদীয়া টিলাগড় শাপলাবাগ শাখার মাসিক তরিকত মাহফিল ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শাখার সাধারণ সম্পাদক , শাহিন আহমদ শামীমের সঞ্চালনায় পবিত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন আক্তার হোসেন।
নাথে রাসুল (সাঃ) ও শানে গাউছে মাইজভাণ্ডারী শের পরিবেশন করেন পশ্চিম ভাগ শাখার সাধারণত সম্পাদক খসরু মিয়া।
মুর্শিদে বরহক আওলাদে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লাহুল আলির লিখিত খুতবা পাঠ করেন টিলাগড় শাপলাবাগ শাখার দারুত তালিমের সম্পাদক মওলানা সিরাজুল ইসলাম ছুরুকী। লি খুতবার উপর আলোচনা, মিলাদ ও জিকির এবং মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি সেলিম আহমদ খান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতছিলেন জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, জেলা কার্যকরী সংসদের দপ্তর সম্পাদক কামরুজ্জামান সাইস্তা, জনসংযোগ ও প্রচার সম্পাদক কবির আহমদ, টিলাগড় শাপলাবাগ শাখার কোষাধ্যক্ষ খসরু মিয়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিরা মিয়া আবুল হেলান তপাধার,শাহপরান থানা কার্যকরীসংসদের সভাপতি সাবাজ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির হিরা খান,জেলা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন বকুল,
টিলাগড় শাপলাবাগ শাখার জনসংযোগ ও প্রচার সম্পাদক আবদুল জব্বার, সমাজ কল্যাণ সংবাদ সিরাজ সহ আব্দুল করিম,এস এম জুনেদ, শাহ আজাদ রহমান প্রমুখ।