রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

শাহজাদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৩

শাহজাদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৩

 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আওতাধীন আইগবাড়ী পাড়কোলা এলাকায় গত ২০ নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ নিয়ে আলোচনার সময় ১. মোঃ আব্দুল মালেক (৫৫), পিতা- মৃত নওশের আলী। ২. মোঃ সুমন হোসেন (২৭), পিতা- মোঃ আব্দুল মালেক। ৩. মোছাঃ ছানু খাতুন (৫০) স্বামী- মোঃ আব্দুল মালেক।

নামে তিন ব্যক্তির ওপর লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
হামলায় আব্দুল মালেক পিঠে গুরুতর আঘাত লাগে।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরবর্তীতে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়।
এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোছাঃ ছানু বেগম (৫৫), পিতা-মৃত সাবের শেখ । অভিযুক্তরা হলেন:

১। মোঃ আঃ সালাম (৫৫), পিতা-অজ্ঞাত,
২। মোঃ হাসান (৩০),
৩। মোঃ আনোয়ার হোসেন (৩৪), উভয় পিতা-মোঃ আঃ সালাম,
৪। মোছাঃ সালমা খাতুন (২৭), স্বামী-মোহাম্মদ আলী, ৫। মোছাঃ সুরাইয়া খাতুন (২৫), পিতা-মোঃ আঃ সালাম,
৬। মোছাঃরোকেয়া খাতুন (২৬), স্বামী-মোঃ হাসান,
৭। মোছাঃ চাম্পা খাতুন (৩০), স্বামী-মোঃ আনোয়ার হোসেন,
৮। মোছাঃ জোসনা খাতুন (৫০), স্বামী-মোঃ আঃ সালাম,
৯। মোঃ শফি (৩৫), পিতা-মোঃ আফছার আলী,

অভিযোগ অনুযায়ী, আসামিরা লাঠি, লোহার রড ও হাতুড়িসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীদের বাড়িতে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বিবাদীদের বেধড়ক মারধর করে তাদের আহত করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছেন এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার ফলে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুশীল সমাজ পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn