বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

 

: যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার১৬মে রাতে উপজেলার শ্যামলাগাছি মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গীর গ্রামের নজির আলীর ছেলে আবু সাঈদ (২০), ইউনুস আলীর ছেলে ইমন হোসেন (২১), নুরুজ্জামানের ছেলের শাকিল (১৬), শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইউনুসের ছেলে আব্দুল্লাহ (২৪) ও শ্যামলাগাছি গ্রামের নুর মোহাম্মদ (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের স্বজনরা জানিয়েছেন, শ্যামলাগাছি মাদ্রাসার সামনের রাস্তায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলে থাকা ৫ জন সড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn