সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো প্রান – আরএফএল

শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলো প্রান – আরএফএল

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাজারো মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রান- আর এফএল গ্রুপ)।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) বিকেলে পাশে আছি বাংলাদেশ এ কর্মসুচীর অংশ হিসেবে আহার হবে সবার ঘরে এই প্রতিপাদ্যে উপজেলার ব্রাক্ষনডোরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব হোম দাস।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) এর এজিএম (এডমিন)
মোহাম্মদ আহসানুল হাবিব।
সাব – সহকারি ম্যানাজার (এডমিন) এফ এইচ খন্দকার সুমন, লিগ্যাল অফিসার আব্দুর রহিম, ফায়ার এন্ড সেফটি অফিসার সোহান ব্যাপারি।

প্রধান অতিথির বক্তব্য ড. ফরিদুর রহমান বলেন প্রাণ – আরএফএল গ্রুপ শুধু ব্যবসা করা চিন্তা করে না। মানবিক কাজও করে। আমি ইতিমধ্যে দেখেছি শীত বস্ত্র, মেধা বৃত্তি, ব্যানার্তদের সহযোগী খেলাধুলা ও বিভিন্ন মানবিক কাজে প্রাণ – আর এফএল গ্রুপ সব সময় পাশে থাকে । ভবিষতেও তাদের এ সহযোগীতি অব্যহৃত থাকবে আশা করি।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) এর এজিএম (এডমিন) মোহাম্মদ আহসানুল হাবিব বলেন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আর তাই আমাদের ‘পাশে আছি বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ফেনী ও লক্ষ্মীপুরের ২০০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার মাধ্যমে তাঁদের শীতকালীন খাবারের সংকট কিছুটা লাঘব করার চেষ্টা করেছি।
এছাড়াও নোয়াখালী, নাটোর, শেরপুর আর হবিগঞ্জের ৮০০০ পরিবারকেও এই সহায়তার আওতায় আনা হচ্ছে। কারণ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

২০২০ সাল থেকে ‘পাশে আছি বাংলাদেশ’ ১ লাখেরও বেশি মানুষের জীবন করেছে সহজ। এর মাধ্যমেই বোঝা যায় ‘একতাই বল’। ‘পাশে আছি বাংলাদেশ’ শুধু একটি সহায়তা উদ্যোগ নয়, এটা বাংলাদেশের কাছে আমাদের অঙ্গীকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn