রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফরিদ কটন মিলস লিমিটেড পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

শায়েস্তাগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফরিদ কটন মিলস লিমিটেড পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাফরিদ কটন মিলস লিমিটেড পুড়ে গেছে । এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোম্পানির এডমিন মোঃ জাহিদুল ইসলাম জানান । এ অগ্নি কান্ডের ঘটনা খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে এবং ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলা অলিপুর এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান , বৃহস্পতিবার রাত ১১টায় সংবাদ পেয়ে প্রায় অনেক প্রচেষ্টায় তাফরিদ কটন মিলস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি ভাবে আগুনের সূত্র পাত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে । কোম্পানি এডমিন জাহিদুল ইসলাম জানান , প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্র পাত হয়েছে । এদিকে গত ২০২২ সালে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা দিকে তাফরিদ কটন মিলস ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮৮ মেট্রিক টন তুলা ভস্মীভূত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn