
শায়েস্তাগঞ্জে কালনী ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে সিলেট গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত নারী মৃত্যু হয়েছে । তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত চলছে। আজ ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পশ্চিম দিকে পুরান থানা পেছনে এ ঘটনাটি ঘটে । রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী সংবাদ পেয়ে ফাঁড়ির একদল পুলিশ সদস্য নিয়ে অজাত নারীর মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে নিয়ে আসে । প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ প্রতিনিধিকে বলেন , ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস চলন্ত ট্রেনের নীচে অজাত নারী কাটা পড়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে প্রবেশ করে ট্রেন । ফাঁড়ির ইনচার্জ আরো বলেন , নিহত নারী ক্ষত – বিক্ষত মরদেহ উদ্ধার করে স্টেশনে পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয় । তবে নিহত অজাত নারী শনাক্ত কারনের জন্য হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( সিবিআই ) শনাক্ত করার পর হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হবে ।