বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের ২১তম শতকণ্ঠে গীতার প্রতিধ্বনি পালিত

শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের ২১তম শতকণ্ঠে গীতার প্রতিধ্বনি পালিত

শ্রী শ্রী শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে রাউজান উপজেলাধীন
উত্তর গুজরা (দত্তপাড়া) গ্রামস্হ জ্বালাকুমারী মন্দিরের শতকন্ঠে গীতাপাঠ উচ্চারণ মন্ত্র প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উর্মিলা দত্ত, শতকণ্ঠে গীতা পাঠ পরিবেশন করেন বৈদিক শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক পিয়া চৌধুরী। অনুষ্ঠানের মহান আশীর্বাদক হিসেবে ছিলেন পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের অধ্যক্ষ বীরপুরুষ ব্রহ্মচারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব
করেন শ্রী শ্রী শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্র -০৪ সভাপতি শিক্ষক প্রকাশ দত্ত।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রাক্তন প্রশিক্ষক কৃষাণ সেন। সার্বিক সহযোগিতা করেন বলরাম দত্ত, সুমী দেবী,উৎপল দত্ত (প্রাক্তন ছাত্র), যদীপ দে, বৈদিক শিক্ষা কেন্দ্রের সকল বিদ্যার্থী।
আরো উপস্থিত ছিলেন সুভাষ দত্ত, স্বপন দত্ত, কালু দত্ত, শুভ সরকার, নয়ন দত্ত, শান্ত শীল সহ গীতা স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn