রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

শানে মাইজভাণ্ডারী মাহফিল ১৩ জানুয়ারি

শানে মাইজভাণ্ডারী মাহফিল ১৩ জানুয়ারি

 

মাইজভাণ্ডার দরবার শরীফে আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও তরিকার মহান প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) ১লা মাঘ বেলাদত শরীফ উদযাপন উপলক্ষে শানে মাইজভাণ্ডারী মাহফিল আগামী ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার বাদে আসর হতে ফটিকছড়ি ছাদেকনগর আহমদ ছাফা চেয়ারম্যান বাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে খাজেগান, শাজরা শরীফ, আলোচনা তাওল্লাদে গাউছিয়া, সা’মা মাহফিল। মেহমানে আ’লা আওলাদে রাসুল (দ.) দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য মুন্তাজেম, জিম্মাদার, জাঁ-নশীনে অছি-এ-গাউসুলআজম, হযরতুলহাজ্ব শাহ্সুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র মেঝ সাহেবজাদা, নায়েবে মুন্তাজেম, দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.) প্রেসিডিয়াম বোর্ড সদস্য ও সভাপতি, আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটি। আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী সমিতিরহাট ইউনিয়ন শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদ, আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সচিব ও মাসিক জীবনবাতির সহযোগী সম্পাদক হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন মাইজভাণ্ডারী। আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে থাকবেন হযরত মাওলানা আ. ন. ম.জিয়াউল হক মালেকী, হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ মাইজভাণ্ডারী, হযরত মাওলানা মুহাম্মদ জাকের হোসাইন মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের বিন আলম। সাৎমা মাহফিল পরিচালনা করবেন কুতুব উদ্দীন কাওয়াল।
উক্ত অনুষ্ঠানে সকলকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn