রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের শ্রদ্ধান্জলি জ্ঞাপন

শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের
শ্রদ্ধান্জলি জ্ঞাপন

 

শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরের খুলশী এলাকার ফয়েজলেক বধ্যভূমিতে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের পক্ষ থেকে সংগঠনের যুগ্ন আহ্বায়ক জাহানারা সাবেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্হিত ছিলেন জিন্নাত সুলতানা ঝুমা, ইসরাত হাসান, এডভোকেটশারমিন সুলতানা নিশু, সোমা দাশ, পুষ্প দাশ, বকুল আক্তার ,মনি আক্তার, পাপড়ি দাশ, সুজনা , মালতি দাশ প্রমুখ।
এসময় তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান এবং স্মৃতিচারণ করেন।
এসময় তারা বলেন, পাকিস্তানি ঘাতকরা মনে করেছিল বাঙালির মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে পারবে। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হয়নি, ব্যর্থ হয়েছে তাদের ঘৃণ্য চক্রান্ত। জাহানারা সাবের আরও বলেন, বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে। আমরা এগিয়ে যাচ্ছি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn