বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

শহীদ আয়াতুল্লাহর বাড়ির সামনে মদের বোতল

শহীদ আয়াতুল্লাহর বাড়ির সামনে মদের বোতল

সুনামগনঞ্জের মধ্যনগরে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ আয়াতুল্লাহর বাড়ির সামনে দুর্বৃত্তরা মদ খ্যেয় গাছের সাথে মদের বোতল বেধে রেখেছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত মধ্যনগর উপজেলার চামারদানি ইউনিয়নের জলুশা গ্রামের শহীদ আয়াতুল্লাহর বাড়ীর সামনে দূর্বত্তরা সম্ভবত মঙ্গলবার রাতে মদ খেয়ে গাছের সাথে মদের বোতল বেঁধে রেখে যায় । বিষয়টি বুধবার সকালে গ্রামের লোকজনের দৃষ্টি গোচর হলে তাতক্ষণাৎ মধ্য নগর থানাকে অবহিত করা হয়। আয়াতুল্লাহর পিতাসহ এলাকার লোকজন গভীর দুঃখ প্রকাশ করেন এবং সু্পষ্ট তদন্তের মাধ্যমে প্রশাসনের নিকট সুবিচার দাবি করেন। মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন ঘটনাটি অপ্রত্যাশিত, এ ব্যাপারে তদন্ত চলমান, রয়েছে।
আশা করছি অপরাধিদের অতিশীগ্রই আমরা আইনের আওতায় এনে বিচারের ব্যাবস্থা গ্রহন করতে পারব ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn