বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শর্টসার্কিটে কর্ণাটকের গ্রামে আগুনে পুড়ে ছাই শতাধিক বাড়ি

শর্টসার্কিটে কর্ণাটকের গ্রামে আগুনে পুড়ে ছাই শতাধিক বাড়ি

 

 

সামান‍্য শর্টসার্কিট থেকে ছড়িয়েছিল ভয়াবহ আগুন। তার জেরে অন্তত শতাধিক বাড়ি পুড়ল ভারতের কর্ণাটকের ইয়াদগির জেলার জালিবেঞ্চি গ্রামে। মঙ্গলবার (৮ এপ্রিল ) গভীর রাতের ওই ঘটনায় এখনও আতঙ্কের রেশ কাটছেনা গ্রামবাসীদের। ইতিমধ্যেই ওই অগ্নিকান্ডের বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রথমে একটি বৈদ‍্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের ফলে আগুনের ফুলকি বেরোচ্ছিল। ক্রমে তা পাশ্ববর্তী বাড়িগুলিতে ছড়িয়ে পড়ছে। এছাড়াও প্রকাশ‍্যে এসেছে একের পর এক বাড়ি পুড়তে থাকার দৃশ‍্য ও। এখনও পর্যন্ত এই অগ্নিকান্ডে ২ জনের আহত হওয়ার কথা জানা গেছে। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে ওই ঘটনায় অন্তত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। পুড়ে গিয়েছে বহু আসবাবপত্র ও নথিও। বেশ কয়েকটি ঘরের আলো, পাখা, টিভি এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালির সরঞ্জাম ও জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। ততক্ষণে অবশ‍্য আগুন ছড়িয়ে পড়েছে। বিদ‍্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা গ্রামে। বহুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্রামে পৌঁছেন আঞ্চলিক গুলবর্গা বিদ‍্যুৎ সরবরাহ দফতর ( জেসকম) এর কর্তারা ও। এখনও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বাড়িগুলিতে বিদ‍্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn