শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

“লৌহ-গহর মঠ” গল্পগাঁথা নিয়ে চাঁদপুর গণগ্রন্থাগার মিলনায়তন এ চলছে প্রযোজনাভিত্তিক নাট্যকর্মশালা

“লৌহ-গহর মঠ” গল্পগাঁথা নিয়ে চাঁদপুর গণগ্রন্থাগার মিলনায়তন এ চলছে প্রযোজনাভিত্তিক নাট্যকর্মশালা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে দেশের ৬৩ জেলা শিল্পকলা একাডমিতে চলমান আছে ১৫ দিনব্যাপী কর্মশালাভিত্তিক নাট্য প্রযোজনা নির্মাণ ও প্রদর্শনী কার্যক্রম।
তারই ধারাহিকতায় গত
২০ জানুয়ারী থেকে জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর এর ব্যবস্থাপনায় আরম্ভ হয়েছে চাঁদপুর জেলার ১৫ দিনব্যাপি প্রযোজনাভিক্তিক কর্মশালা।
ইতোমধ্যে কর্মশালার নির্বাচিত ১৫ জন অভিনয় শিল্পীর অংশগ্রহণে ফরিদগঞ্জ উপজেলার অবস্থিত “লৌহ-গহর মঠ” এর ইতিহাস ও ঐতিহ্যকে উপদিব্য করে নাট্যনির্মাণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে।
ডাকাতিয়া নদীর অববাহিকায় ৭০০ বছর পুরানো “লোহ- গহর মঠ” চাঁদপুর জেলার একটি বিশেষ পর্যটন স্থান।
যার ইতিহাস নিয়ে নানান ধরনের মিথ প্রচলিত আছে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত লোককথা গুলোর মধ্যে সমন্বয় সাধনা করে ইম্প্রোভাইজেশন মেথড অনুসরণ করে নাটকটি নির্মাণ করা হচ্ছে।
নাট্যক্রিয়াটির নির্দেশনার দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও চাঁদপুরের কৃতি সন্তান মোস্তফা কামাল যাত্রা, সহ-নির্দেশক হিসাবে দারিত্ব পালন করছেন এ. এল. এম. রেজা আজিজ, প্রধান প্রশিক্ষক “বাংলােদশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট (বিটিটিআই)”।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান, সংগীত ও দ্রব্য সম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি এবং পোষাক ও রুপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান।
নাটকটি বিভিন্ন চরিত্রে রূপয়ান করছেন চাঁদপুরের বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মী এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে পড়ুয়া ১৫ জন্য শিক্ষার্থী।
প্রযোজনাটি সার্বিক ব্যবস্থাপনা আছেন জেলা কালছারাল অফিসার দিতি সাহা
ফেব্রুয়ারী মাসের প্রথম সাপ্তাহে নাটকটির পাবলিক প্রদর্শনী মঞ্চায়ন হবে। যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn