মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম,বক্তব্য না দিয়ে চেয়ার থেকে উঠে পালালেন সচিব,

লোহাগড়ায় ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম,বক্তব্য না দিয়ে চেয়ার থেকে উঠে পালালেন সচিব,

 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ অনিয়মের অভিযোগ তালিকায় নাম থাকলেও চাউল পাই নাই ভুক্তভোগীরা, এবিষয়ে ইউনিয়ন পরিষদ সচিব নুরুল ইসলামের কাছে বক্তব্য নিতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে চেয়ার থেকে উঠে পালিয়ে যাই,

চাউল বিতরণের তালিকা সূত্রে জানা গেছে ঈদুল ফিতর উপলক্ষে দিঘলিয়া ইউনিয়নে হতদরিদ্রদের মাথাপিছু ১০ কেজি চাউলের বরাদ্দ হয় ৫৪৪ জনের নামে, ওই তালিকায় নাম থাকলেও চাউল পাইনি একাধিক মানুষ,

এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে খোপের সৃষ্টি হয়,

তালিকা দেখে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান এলাকার মেম্বার বা ইউনিয়ন পরিষদের সচিব কেউ আমাদের খবর দেয় নাই,তালিকায় আমাদের নাম দিয়ে সচিব চাউল আত্মসাৎ করেছে।

এদিকে ইউনিয়ন ঘুরে দেখা গেছে ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে ওই তালিকায় চাউল তারাও পায় নাই তাহলে চাউল গেল কোথায় এরকম প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের।

এঘটনায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে মেম্বারদের না নিয়ে কথা বলবেন না বলে চেয়ার থেকে উঠে পালিয়ে যায়।
পরবর্তী দুই ঘণ্টার মধ্যে তিনি ইউনিয়ন পরিষদে আসে নাই,

এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ এর সাথে কথা হলে তিনি বলেন চাউল বিতরণে অনিয়ম হয়েছে আমি ইতিমধ্যে জানতে পেরেছি তদন্ত করে সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn