সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় পশুর হাটে সেনাবাহিনীর অভিযান : অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করে জরিমানা

লোহাগড়ায় পশুর হাটে সেনাবাহিনীর অভিযান : অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করে জরিমানা

 

নড়াইলের লোহাগড়া পৌরসভা পশুর হাটে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সেনাবাহিনীর নিয়মিত টহল দল অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সেনাবাহিনীর টহল দলের পক্ষ থেকে জানানো হয়, হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিকট হতে অতিরিক্ত রসিদের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছিল—এমন অভিযোগ মোবাইলে প্রাপ্ত হওয়ার পরপরই ঘটনাস্থল লোহাগড়া পশুর হাটে যাওয়া হয়। তদন্ত করে দেখা যায়, অভিযোগ সত্য।
পরে নড়াইল জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লক্ষ্মীপাশা এলাকার বাবর আলীর ছেলে সোহেল রানা লাক্সমি (৩০), লোহাগড়ার মনির মিয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮) ও লোহাগড়ার জয়নাল মোল্লার ছেলে মোঃ সম্রাট মোল্লা (২৬)। এর মধ্যে সোহেল রানা লাক্সমীকে ৩০ হাজার টাকা, মোঃ শরিফুল ইসলাম ২০ হাজার টাকা এবং মো: সম্রাট মোল্যাকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn