সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

লিলি নামের এক পোষা কুকুরের স্বরণে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন 

লিলি নামের এক পোষা কুকুরের স্বরণে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম মহানগর আগ্রাবাদ সি ডি এ আবাসিক এলাকায় বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে অবস্থান রত পোষা প্রাণী কুকুর লিলি দুইটো বাচ্চা দেওয়ার পড়ে পারভো ভাইরাস আক্রান্ত ছিলো ইনজেকশন দেওয়ার ভুল চিকিৎসায় মৃত্যু বরণ করে। আজ তার স্বরণে অষ্টপরিস্কারসহ সংঘদান বুদ্ধ মুর্তি দান ও নানাবিধ দানোঅনুষ্ঠান করেন।এতে সংঘ প্রধান ছিলেন বিশ্বমৈত্রী ও বড়গাং বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিজয়ানন্দ মহাথেরো, লংগদু যাত্রামুরার উদিজা মহাথেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো,বাঘাইহাট,মারিশ্যা বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য্যবোধি ভিক্ষু,
বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে আবাসিক প্রজ্ঞাদর্শন ভিক্ষু,মারিশ্যা বাঘাইছড়ি গোলাছড়ি সুবন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষুসহ শ্রদ্ধাবান দায়ক প্রকৌশলী রিকন দেওয়ান, শিক্ষিকা রিখি দেওয়ান, রিকন চাকমা, জ্ঞান চাকমা,স্বপন চাকমা বিপ্লব চাকমাসহ আরো অনেক পুণ্যর্থী উপস্থিত থেকে পশু প্রাণী কুকুর লিলি’র পুণ্যদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn