রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

লাালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের মস্তকবিহীন এক নারীর মরদেহ উদ্ধার

লাালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের মস্তকবিহীন এক নারীর মরদেহ উদ্ধার

 

লাালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের মস্তকবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি করা হয়। মরদেহটি অন্য কোনো এলাকার হতে পারে বলে ধারণা করেছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপনকৃত ভুট্টা ক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিলো কালো রং এর বোরকা ও হলুদ রং এর ওড়না। মরদেহের মাথাটি আশেপাশের কোথাও পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়েছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি। এ জন্য মরদেহের পরিচয় সনাক্ত সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn