বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে আটক করে পুলিশে দিল জনতা

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজাকে আটক করে পুলিশে দিল জনতা

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক সাব্বির আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপির ভাতিজা এবং হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন নতুন বাজার এলাকায় এলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা সাব্বির আহমেদকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আপাতত ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn