
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর জন্মষ্টমীর শুভেচ্ছা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম -৪ আসনের সীতাকুণ্ড উপজেলার ও আকবরশাহ থানা এলাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে কোন সাম্প্রদায়িকতার স্হান নেই। সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার পাবে।
তিনি শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব যথাযথ নিশ্চিত নিরাপত্তায় ও আনন্দ মুহূর্তে পালন করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই আপনাদের সাথে আছেন। তিনি আছেন এবং আমরাও আপনাদের সাথে আছি। সকল সনাতন ধর্মাবলম্বীদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
Post Views: ২০৩