
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ইফতার মাহফিল ও মাসিক সভা সম্পন্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ইফতার মাহফিল ও মাসিক সভা ২৩ মার্চ,২০২৫ রবিবার ও আর নিজাম রোডস্থ তালহা হাউজে অনুষ্টিত হয়। ইম্পেরিয়াল সিটির সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু রায়হান এর সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন ডাঃ আবদুল্লাহ আল হারুন এমজেএফ, ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ রোসাঙ্গীর, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ইলিয়াছ এমজেএফ,পাস্ট প্রেসিডেন্ট লায়ন মনজুরুল আহসান চৌধুরী বাবুল, পাস্ট প্রেসিডেন্ট লায়ন নুরুল আরশাদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসিফ উদ্দিন ভুইয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোস্তফা কামাল ভুইয়া জুয়েল, লায়ন মো: আবদুল মতিন, পাস্ট প্রেসিডেন্ট লায়ন ডাঃ এসএম সাদেক হোসাইন,আইপিপি লায়ন ডাঃ মেহফুজা রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন সাইফুদ্দিন আহমেদ চৌধুরী সাকী, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ভাইস প্রেসিডেন্ট লায়ন শাহতাব উদ্দিন আহমেদ রিকু,লায়ন তারিকুল আলম,লায়ন জাহেদুল আলম সাকিব, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জামাল হোসাইন, ,সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবু হানিফ লিটন,কমিউনিকেশন সেক্রেটারি লায়ন মাহাবুবুর রহমান মোহন, জয়েন্ট ট্রেজারার লায়ন মিজানুল করিম, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ মুরাদুল হক লায়ন মিজানুল করিম, লায়ন নুরুল আবচার জুয়েল, লায়ন আরসেল আজিম মোহন,লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী প্রমুখ।
সভায় ইন্টারন্যাশনাল ডিউজ, আসন্ন লায়ন্স কনভেনশন ও ক্লাব সার্ভিস বিষয়ে আলোচনা হয়। ইফতার মাহফিল এর মাধ্যমে ক্লাবের সভা শেষ হয়।