শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

লাবসায় গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের সময় আটক ২

লাবসায় গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের সময় আটক ২

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামে একটি মৎস্যঘেরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে ঘেরমালিকরা।

ভুক্তভোগী মৎস্যঘের মালিক জাহাঙ্গীর জানান, তিনি ও তার অংশীদার চঞ্চল মিলে বিগত তিন বছর ধরে শিবনগর এলাকায় ২৮ বিঘা জমির একটি মৎস্যঘের পরিচালনা করে আসছেন। গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে লাবসা ইউনিয়নের শিবনগরের রবিউলের ছেলে রনির প্ররোচনায় একই গ্রামের ইব্রাহিম ও পলাশ ঘেরে প্রবেশ করে এবং গ্যাস ট্যবালটে ছিটিয়ে দেয়।

ঘের মালিক জাহাঙ্গীর বলেন, গ্যাস ট্যাবলেট প্রয়োগের সময় তাদেরকে হাতেনাতে ধরে আমরা পুলিশে দেই এবং লক্ষ্য করি মাছ ছটফট করে পানির উপরে ভেসে উঠতে শুরু করে। পরে দেখা যায়, ঘেরের সব মাছ মরে গেছে। তিনি আরও জানান, রুই, গ্রাস কার্প, ব্ল্যাক কার্প, ট্যাংরা, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেনুপোনা মারা গেছে।

এ বিষয়ে এলাকাবাসী ও আশপাশের ঘের মালিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn