নগরীর পতেঙ্গা এলাকায় চলন্ত লড়ি থেকে কন্টেইনার ছিটকে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।নিহত দুই জন রিক্সারযাত্রী ছিলেন বলে জানা গেছে ।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রিকশা চালকে উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর পৌনে বারোটার দিকে নগরীর খালপাড় এমএ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেইনে এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম রায়হানুল আশরাফ হোসেন। তিনি বলেন, এমএ আজিজ সড়কের পতেঙ্গামুখী লেইনে একটি লড়ি থেকে কন্টেইনার ছিটকে একটি চলন্ত রিকশা চাপা পড়ে। ওই রিকশায় চালক ও দুইজন যাত্রী ছিল। তৎক্ষনাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কন্টেইনারের নিচ থেকে দুই রিকশাযাত্রীকে মৃত ও চালককে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। গুরুতর আহত রিকশা চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পতেঙ্গার খালপাড় এলাকায় একটি লড়ি থেকে ছিটকে কয়েকজন কন্টেইনার চাপা পড়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে। কীভাবে কী ঘটেছে আমরা জানার চেষ্টা করছি।