রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে সন্ত্রাসী নাজিমের হাতে হামলার শিকার হন প্রবাসী রাকিব

লক্ষ্মীপুরে সন্ত্রাসী নাজিমের হাতে হামলার শিকার হন প্রবাসী রাকিব

 

লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব বোনের বাড়ি থেকে জামতলী দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসী নাজিম ও বাহিনীরা রাকিবকে মুখোশ বেঁধে ডেঙ্গার ভিতরে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নাজিমকে যদি কোন সহৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে বা দেখে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।

এ ঘটনায় প্রবাসী রাকিব বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে একটি
মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, নাজিম, ইয়ামিন, মহিম, ইয়াসিন, মুক্তার অজ্ঞতনামা কয়েকজন।

বুধবার (২৭ নভেম্বর ) রাত ৮ টায় সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর মিয়াজান চৌকিদার বাড়ি প্রবাসীর রাকিব উপর নাজিম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, ঘটনার সময় ১০-১৫ জনের একদল ‘ডাকাত’ রাকিবকে জামতলী সড়ক থেকে মুখোশ বেদে এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় আসামিরা রাকিবের কাছে থাকা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, iphone ও ৩,২০,০০০ ( তিন লক্ষ বিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতার সদর হাসপাতাল ভর্তি হয় রাকিব

অপর দিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী রাকিবের পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসী নাজিম তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

পাখি আক্তার বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়েছে এনিয়ে আমি থানাতে মামলা করেছি। হামলার বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তাদেরকেও নাজিম চিনি না। তারা নিজেরাই পরিকল্পিতভাবে নাজিম কে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, প্রবাসী রাকিবকে মুখোশ বেঁধে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এই বিষয়টি মামলা হয়েছে পলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn