সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

র‌্যাব-৭ এর অভিযানে সীতাকুণ্ডের চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার আসামি মানিক গ্রেফতার

র‌্যাব-৭ এর অভিযানে সীতাকুণ্ডের চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার আসামি মানিক গ্রেফতার

 

র‌্যাব-৭, এর অভিযানে চট্টগ্রামের সীতাকুন্ড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ বছর পলাতক আসামি মানিক’ মান্দারীঠোলা এলাকা হতে গ্রেফতার।
র‌্যাব-৭, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রামের সীতাকুন্ড থানার মামলা নং-০৯(০৫)০৯, জিআর-১১৮/০৯ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মান্দারীঠোলা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ ডিসেম্বর ২০২৩ইং তারিখ রাত আনুমানিক ০০৪০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মানকি (৪৫), পিতা- কামাল আহাম্মদ, সাং-মান্দারীঠোলা, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রামের সীতাকুন্ড থানায় হস্তান্তর
করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn