
রোজা না রাখায় ” অপরাধী” ক্রিকেটার মহম্মদ সামি
চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। দেশের প্রতি যে দায়বদ্ধতায় ধর্মের আগে অগ্রাধিকার দিয়েছেন ক্রিকেটকে। রোজা রাখতে পারছেন না। যার জেরে ধর্মীয় নেতাদের তোপের মুখে ভারতের ক্রিকেটার মহম্মদ সামি। ধর্মীয় অনুশাসন না মানায় সামিকে ক্রিমিন্যাল আখ্যা দিয়েছেন, ” অল ইন্ডিয়া মুসলিম জামাত” এর সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বারেইলভি। মৌলানার অভিযোগ, ” রোজা না রেখে ও অপরাধ করেছে। শরিয়তের চোখে ও অপরাধী। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওকে। সুস্থ থাকলে রোজা রাখা আবশ্যক। ম্যাচ চলাকালীন মহম্মদ সামি জল এবং অন্যকিছু খেয়েছে। সবাই তা দেখেওছে। আর যখন খেলছে, তার মানে ও সুস্থ। অথচ রোজা না রেখে ভুল বার্তা দিয়েছে ও।” মৌলানা সমালোচনার মুখে সামির পাশে দাঁড়িয়েছেন, একাধিক রাজনৈতিক দলের নেতারা। তাঁদের দাবি, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েছে সামি। যেকোনও মুসলিমকে জিজ্ঞাসা করলে বলবে তাঁরাও সামির জন্য গর্বিত। ধর্মকে খেলার মাঝে টেনে আনা অযৌক্তিক।