শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রেল গেট তোলা কে কেন্দ্র করে, শালবনীতে আধিকারিকদের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের

রেল গেট তোলা কে কেন্দ্র করে, শালবনীতে আধিকারিকদের সামনে বিক্ষোভ সাধারণ মানুষের

 

আজ ২১ শে মার্চ শুক্রবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর মুন্ডলকুপি রেলগেট কে কেন্দ্র করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখালেন আধিকারিকদের সামনে।

দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে সালবনির এই মুন্ডলকুপির এই রেলগেট, গ্রামবাসীদের যাতায়াত সড়ক পথের এই একটি মাধ্যম, তবে রেল কর্তৃপক্ষ সেটিকে আন্ডার বাই পাস করার সিদ্ধান্ত নিয়েছিল কয়েক বছর আগে, তবে সেই স্থানে না হয়ে শালবনীতে করা হয়েছে আন্ডার বাইপাস, তারপর ঐ রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই রেল গেটটি তুলে দেওয়া হবে, যার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। এলাকার সাধারণ মানুষেরর অভিযোগ কাউকে কিছু না জানিয়ে, রেল কর্তৃপক্ষ রাতের অন্ধকারে এই গেটটি তুলে দিতে চাইছে।।

গেট তুলে দিলে কিভাবে সাধারণ মানুষ যাতায়াত করবে, এই প্রশ্ন নিয়ে আধিকারিক এর কাছে গেলে তারা কার্যত মুখে কুলুপ আটে, যার ফলে রেলগেট তুলতে আসা রেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ায় গ্রামবাসীরা,

গ্রামবাসীরা খোল কীর্তন সহযোগে রেল আধিকারিকদের কাছে ওই গেটের সামনে বিক্ষোভ দেখায়, দফায় দফায় চলে বিক্ষোভ, তবে দূরপাল্লার ট্রেনকে তারা ছেড়ে দিচ্ছেন যাত্রী জন সাধারণের কথা মাথায় রেখে, তাহাদের দাবী রেলগেট থাকতে হবে, নতুবা আন্ডার বাইপাস তৈরি করে দিতে হবে , না হলে এলাকার মানুষ যাতায়াত করতে পারবেনা, সকাল 11 টা থেকে শুরু হয় এই বিক্ষোভ,চলে বেশ কিছুক্ষণ। রেল কর্তৃপক্ষ আশ্বাস না দেয়া পর্যন্ত তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn