
রেলে নতুন ইঞ্জিন ছুটবে চট্টগ্রাম-সিলেট
চট্টগ্রাম-সিলেট রুটে দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এরইমধ্যে সম্পন্ন হয়েছে পরীক্ষামূলক চলাচল। ৩০০০ সিরিয়ালের উচ্চক্ষমতা সম্পন্ন এসব ইঞ্জিন দিয়ে ট্রেন চললে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে বলছেন সংশ্লিষ্টরা।
তারা জানান, গত ২৩ আগস্ট চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ নতুন ইঞ্জিন ব্যবহার করা হয়। ৩০১৪ নম্বর ইঞ্জিন ব্যবহার করে এদিন চট্টগ্রাম ছাড়ে পাহাড়িকা এক্সপ্রেস। কোনো ধরনের ত্রুটি ছাড়াই যথাসময়ে ট্রেনটি সিলেটে পৌঁছে। পরীক্ষামূলক যাত্রাটি সফল হওয়ায় এখন নিয়মিতভাবে এ রুটে নতুন ইঞ্জিন ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চট্টগ্রাম-সিলেট রুটে এতদিন ২৯০০ সিরিয়ালের ইঞ্জিন ব্যবহার করা হতো। যেগুলো দেড় হাজার হর্স পাওয়ারের। অন্যদিকে নতুন ৩০০০ সিরিয়ালের ইঞ্জিনগুলো দুই হাজার ২০০ হর্স পাওয়ারের। পুরো ডিজিটাল সিস্টেমে চলবে ইঞ্জিনগুলো। এসব ইঞ্জিন শীতাতপ নিয়ন্ত্রিত, যা চলবে ইঞ্জিনের শক্তি থেকে। ফলে এ ইঞ্জিনের শক্তিও বেশি। এছাড়া ইঞ্জিনগুলোতে রয়েছে নানা অত্যাধুনিক ব্যবস্থা।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের এক কর্মকর্তা বলেন, শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হতো এতদিন। এবার চট্টগ্রাম-সিলেট রুটেও নতুন ইঞ্জিন ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে নতুন ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হয়েছে। সেটি সফল হওয়ায় শিগগিরই নিয়মিতভাবে নতুন ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হবে।