মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

রুবেল বড়ুয়া ও দিবা বড়ুয়ার শুভ বিবাহ সম্পন্ন

২৩ ফেব্রুয়ারি ২০২৩ইং, বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে, ভিক্ষুসংঘের আর্শীবাদে পবিত্র বুদ্ধের মুখনি:সৃত বাণীর মাধ্যমে রুবেল বড়ুয়া ও দিবা বড়ুয়ার শুভ বিবাহ সু-সম্পন্ন হলো।উল্লেখ্য যে, আনোয়ারা থানাধীন কেঁয়াগড় গ্রামের সাধন বড়ুয়া ও প্রভা বড়ুয়া পুত্র সন্তান রুবেল বড়ুয়া সাথে বাঁশখালী থানাধীন মিজিতলা কাহারঘোনা গ্রামের প্রদীপ বড়ুয়া ও শিল্পী বড়ুয়া’র কন্যা দিবা বড়ুয়া’র শুভ বিবাহ আশীর্বাদে পবিত্র মঙ্গল সুত্রপাঠ ও আশীর্বাদ সম্পন্ন হয়।আর্শীবাদে উপস্থিত ছিলেন সংঘ প্রধান কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে ড. উপানন্দ মহাথেরো, উপাধ্যক্ষ শিক্ষক সুনন্দপ্রিয় থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি এস. আনন্দবোধি থেরো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn