শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এয়ার মোহাম্মদ এর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এয়ার মোহাম্মদ এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় নোয়াজিষপুর ইদ্রিচ হাজীর বাড়ীতে মরহুমের জানাজা নামাজ শেষে সমাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার (৩০মে) রাত ৯টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)। তার মৃত্যুকালে বয়স ছিল ৭১ বছর।তিনি দুই ছেলে -এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা এয়ার মোহাম্মদ এর দাফনের আগে তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা সালাম প্রদর্শন করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিদুয়ানুর ইসলাম। রাউজান থানার একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুণ, ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার, মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন, মুক্তিযোদ্ধা বাদল পালিতগণ্যমান্য ব্যক্তিরা। তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn