বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

রায়পুরায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রিয়াদ আহমেদ সরকার 

নরসিংদীর রায়পুরায় বেগমাবাদ কাচারীকান্দি সুনুল্লাহ বাড়ি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং ফাইনাল বিগ ম্যাচ অনুষ্ঠাত হয়েছে।
মঙ্গলবার ৪জুলাই রাত ৮টায় বেগমাবাদ কাচারীকান্দি ঈদগাহ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নরসিংদী ৫ রায়পুরা আসন থেকে এমপি পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আওয়ামী মৎসজীবী লীগ সহসভাপতি হাবিবুর রহমান প্রধান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রায়পুরা উপজেলা মৎসজীবী লীগের সভাপতি সিরাজুল হক পায়েল, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক আরমান,সহসভাপতি মোঃমতিন মিয়া। রায়পুরা পৌরসভা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বিশিষ্ট নেতা গিয়াস উদ্দিন মৃধা, মোঃ শিশু মিয়া, মোঃওয়াসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় বেগমাবাদ ঐক্য একাদশ বনাম বেগমাবাদ বন্ধু একাদশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে কোনো দলের গোল না হলেও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে ৬-১ গোলে বেগমাবাদ বন্ধু একাদশ বিজয়ী হন। পরে বিজয়ীদের হাতে বিজয়ী পুরস্কার ৩৬” ইঞ্চি রঙ্গিন টেলিভিশন তুলে দেন অতিথিবৃন্দ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn