শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

 

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা শিক্ষা অফিস।

গতকাল (১০মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)দিলরুবা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো:মাসুদ রানা।

এইছাড়া আরো উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সেহরাব হোসেন,শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল আলম চৌধুরী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:মোস্তফা খান,সহকারী শিক্ষা অফিসারগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

পরে শ্রীরামপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn