
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার হাজারো দলীয় নেতা-কর্মী ও সর্মথক নিয়ে বিশাল এক শো-ডাউন করেছেন।
সম্প্রতিকালে এটিকে সবচেয়ে বড় শো-ডাউন দাবি করেন রিয়াদ সমর্থিত নেতারা। রায়পুরা পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ শেষে হাজারো নেতা ও কর্মী সমবেত হন উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, একই স্থানে ৯ জুন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক মরজাল ইউপি চেয়ারম্যানকে নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য দেন বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু সমর্থিত নেতারা। এ ঘটনার নিন্দা জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন, আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার। মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মরজাল ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে রিয়াদ আহমেদ সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন উপস্থিত দলীয় নেতারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাইফুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ সহসভাপতি এড. বিল্লাল হোসেন, রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগ অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। উপজেলা ছাত্রলীগ সাবেক সিনিয়র সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, সাবেক পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন, উপজেলা মৎসজীবী লীগ সভাপতি সিরাজুল হক পায়েল , সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, পৌর মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা, তানভীর, ফারদিন ও রাহাত প্রমূখ।
Post Views: ২২১