
নরসিংদীর রায়পুরায় রাধানগর ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের গোলাম মাওলা (রহঃ) সাহেবের মাজারের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সভার কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার। পরে রাধানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ নূরুন ইসলামের সভাপতিত্বে ও রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও মরজাল ইউপি সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাবেক জেলা পরিষদ সদস্য ও রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান। রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি তাপস কুমার বিশ্বাস, রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নরসিংদী জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি- এডভোকেট বিল্লাল হোসেন বেলাল। মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান লিটন। রায়পুরা উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি সিরাজুল হক পায়েল, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক আরমান, রায়পুরা পৌরসভা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রায়পুরা পৌরসভা ছাত্রলীগ সহসভাপতি তানভীর আহমেদ, রায়পুরা পৌরসভা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক- ফারদিন আহমেদ, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাহাত প্রমূখ। পরে বক্তারা ঐতিহাসিক ৬ দফা দিবসের তাৎপর্য তুলে ধরে জনগনকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।