
রায়দিঘি থানা ও রায়দিঘির বিধানসভা বিধায়ক সেফ ড্রাইভ সেভ লাইফ করলেন
আজ অর্থাৎ সোমবার সকাল আটটায় রায়দীঘি থানা ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ও দু নম্বর ব্লক আধিকারিক সেভ ড্রাইভ সেভ লাইফ এ পথযাত্রায় শামিল হলেন। এই পথযাত্রায় উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলক জল দাতা , রায়দীঘির ভারপ্রাপ্ত অফিসার মানষ চ্যাটার্জী ও মথুরাপুর দু’নম্বর ব্লক আধিকারি নাজির হোসেন এবং রায়দীঘি থানার সিভিক ভলেন্টিয়ার ও আধিকারিকগণ। মূলত এই অনুষ্ঠানটি ছিল এলাকার মানুষদেরকে এবং পথ চলতি সমস্ত বাইক আরোহীদের কে মাথায় হেলমেট পরে ও ধীরগতিতে বাইক চালানোর জন্য । এই সচেতনতা বার্তা দিয়ে এগিয়ে চললেন রায়দিঘির সেভ ড্রাইভ সেভ লাইফ ব্যক্তিরা। আগামী দিনগুলিতে সচেতন হবে সমস্ত পথ চলতি মানুষ থেকে এবং গাড়ি চালকরা।
Post Views: ৪১