শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

রায়দিঘি থানা ও রায়দিঘির বিধানসভা বিধায়ক সেফ ড্রাইভ সেভ লাইফ করলেন

রায়দিঘি থানা ও রায়দিঘির বিধানসভা বিধায়ক সেফ ড্রাইভ সেভ লাইফ করলেন

 

আজ অর্থাৎ সোমবার সকাল আটটায় রায়দীঘি থানা ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ও দু নম্বর ব্লক আধিকারিক সেভ ড্রাইভ সেভ লাইফ এ পথযাত্রায় শামিল হলেন। এই পথযাত্রায় উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলক জল দাতা , রায়দীঘির ভারপ্রাপ্ত অফিসার মানষ চ্যাটার্জী ও মথুরাপুর দু’নম্বর ব্লক আধিকারি নাজির হোসেন এবং রায়দীঘি থানার সিভিক ভলেন্টিয়ার ও আধিকারিকগণ। মূলত এই অনুষ্ঠানটি ছিল এলাকার মানুষদেরকে এবং পথ চলতি সমস্ত বাইক আরোহীদের কে মাথায় হেলমেট পরে ও ধীরগতিতে বাইক চালানোর জন্য । এই সচেতনতা বার্তা দিয়ে এগিয়ে চললেন রায়দিঘির সেভ ড্রাইভ সেভ লাইফ ব্যক্তিরা। আগামী দিনগুলিতে সচেতন হবে সমস্ত পথ চলতি মানুষ থেকে এবং গাড়ি চালকরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn