শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

রামপালে হার্টে ছিদ্র দুই শিশুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন ওয়ার্ল্ড ভিশন

রামপালে হার্টে ছিদ্র দুই শিশুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন ওয়ার্ল্ড ভিশন

 

বাগেরহাটের রামপালে দরিদ্র দুই শিশুর হার্টে ছিদ্রের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে এলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল শাখা। তাদের নিজস্ব কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে

৩০ শে মে ( শুক্রবার) বিকালে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় কোমলমতি শিশু তুরজাউন খাতুন(১৪) ও সামিয়া খাতুন(৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন।

শিশু দ্বয় হলেন উপজেলার উজড়কুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের নবীর শেখের কন্যা ভূঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসা. তুরজাউন এবং বাশতলী ইউনিয়নের তালবুনিয়া গ্রামের মোল্লা শফিকুল ইসলাম ৩ বছরের শিশু সামিয়া ইসরাত

জানা গেছে শিশুদ্বয় বারবার অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিৎসায় জানা যায় তাদের হার্টে ছিদ্র কিন্তু পরিবার দুটি দরিদ্র হওয়ার কারণে চিকিৎসা ছিলো হাতের নাগালের বাইরে ফুটফুটে শিশু দুটির জীবন যেন অন্ধকারে ঘিরে আসছিলো বাবা মায়ের দুচিন্তার অবসান ঘটিয়ে আশার আলো জ্বালিয়ে এগিয়ে এলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
শিশু দুজনের চিকিৎসাভার তারা নিবে বলে আশ্বস্ত করেন

ইতোমধ্যে গতকাল তারা শিশুদ্বয়কে ঢাকায় নিয়ে যায় এবং আজ ৩১মে( শনিবার) তাদেরকে হসপিটালে ভর্তির কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা ।

এ নিয়ে পরিবার দুটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়ার্ড ভিশন বাংলাদেশকে ।
তারা আরো বলেন ওয়ার্ড ভিশন সব সময় অসহায় মানুষের পাশে আছে তাদের সাহায্যে আজ সমাজের দরিদ্র মানুষের দিন পাল্টে গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn