শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর ০৭/০৯ মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘ দিনের পলাতক আসামি মোঃ ইউনুছ আকন নামের এক ব্যক্তিকে আটক করেছে। সাজাপ্রাপ্ত ইউনুছ উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার মৃত মহিউদ্দিন আকনের পুত্র। ১৯ জুলাই বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত আসামি ইউনুছ কালিকাবাড়ী এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে রামপাল থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, ইউনুছ আকন একটি মামলার ৭ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি। সে দীর্ঘ দিন এলাকার বাইরে পলাতক ছিল। গতরাতে তাকে আটক করা হয়েছে এবং বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn