
রামপালের হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গ্রেফতার
বাগেরহাটের রামপাল থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে হুড়কা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি তপন গোলদার (৫৭) সহ তার ভাইপো সৈকত গোলদার (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেপতারকৃত চেয়ারম্যান তপন গোলদার বেলাই গ্রামের মৃত যতিন্দ্র নাথ গোলদারের ছেলে। অপর আসামী সৈকত গোলদার একই গ্রামের স্বপন গোলদারের ছেলে। আটককৃতদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবীদের উপর হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। রামপাল থানার ওসি আতিকুর রহমান দুই জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Post Views: ৫১