
রামপালের কৈগদ্দাকাঠিতে ভূমিদস্যু ও দাঙ্গাবাজদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বাগেরহাটের রামপাল উপজেলার ১নং গৌরম্ভা ইউনিয়নের কৈগদ্দাকাঠি গ্রামে আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। প্রায় ১৫০থেকে ২০০ জন বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসা ০৩ (তিন)জন কথিত ভূমিদস্যু ও দাঙ্গাবাজ—সিরাজুল ইসলাম রাঙ্গা, মিজান শেখ এবং আমিনুল শেখ ওরফে মার্শালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ।
এ মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, উক্ত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে জমি দখল, মিথ্যা মামলায় হয়রানি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে চলেছেন। তাদের এমন কর্মকাণ্ডে গ্রামের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা স্বৈরাচারী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অতীতে ছাত্র আন্দোলনের বিরোধিতায় ও নিরীহ মানুষের ওপর দমন-পীড়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এমনকি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মতো অভিযানে তাদের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে, যা তাদের অপরাধী চিত্রকে আরও স্পষ্ট করে তোলে।
মানববন্ধনে এক বক্তা বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু কিছু সন্ত্রাসী গোটা এলাকাকে জিম্মি করে রেখেছে। এখনই যদি প্রশাসন হস্তক্ষেপ না করে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।” বলে জানান, অন্য এক বাসিন্দা বলেন, “এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা এলাকাবাসী বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব।”
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।