
চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামের ঐতিহ্য পরিবারের প্রয়াত মুকুল বিকাশ বড়ুয়া’র সহধর্মিণী (মিশুর’মা) ও আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে. বি. এস আনন্দবোধি স্থবিরের জেঠিমা শ্রীমতী রানু বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদানে অনিত্য সভা গতকাল ৮ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পুণ্যস্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহারে। এতে সভাপতিত্ব করেন জে.বি.এস আনন্দবোধি স্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আন্তাবাসী সুদেশ শাসনজ্যোতি ভিক্ষু। উপস্থিত ছিলেন বিমলানন্দ ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু,মুদিতানন্দ ভিক্ষু। স্মৃতিচারণ করে বক্তৃতা রাখেন নারী নেত্রী পূরবী বড়ুয়া, নিক্সন বড়ুয়া, বিদ্যুৎ বরণ বড়ুয়া, চন্দন বড়ুয়া। অনিত্য সভা সঞ্চালনায় ছিলেন নিপ্পন বড়ুয়া জয়তু।
অনিত্য সভা শেষে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ১৪ আগস্ট সোমবার দুপুরে গ্রামের বাড়ি চন্দনাইশ পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়ায় সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।