কাগজ-কলমে ডিভোর্স না হলেও আলাদা থাকছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শরিফুল রাজ ও পরীমনি। তিনি আর রাজের স্ত্রী নন বলেও দাবি করেছেন পরীমনি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরীমনি তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লেখেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি।
অভিনেত্রী আরও লিখেছেন, হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব সাবেক প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।
পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন— সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজ। এ ঘটনার পর তারা এখন আলাদা থাকছেন। এক মাত্র সন্তান রাজ্যকে নিয়ে আছেন অভিনেত্রী।
Post Views: ১০৬